সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পর্যটন শিল্প একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক স্থান পর্যটকদের আকৃষ্ট করে। এই শিল্পে দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং স্থানীয় সংস্কৃতি বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। মানুষের জীবনে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন সময় জীবনের শত ব্যস্ততার মাঝেও একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আমরা বেরিয়ে পড়ি পছন্দের কোনো জায়গায় ঘুরতে। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি বা ভ্রমণের সময় বিভিন্ন ধরনের স্মৃতি হিসেবে ছবি তুলে রাখি। বিগত ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উৎযাপিত হয়েছে। ঈদের আনন্দকে কয়েকগুন বাড়িয়ে তুলতে মানুষ ভিড় করে বিনোদন কেন্দ্র বা সুন্দর স্পটগুলোতে। আশপাশের মানুষ ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসেন আনন্দময় সময় কাটাতে। ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের সরকারি ছুটিতে মুখরিত ছিল চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ও কধুরখীল ইউনিয়নের শেষ প্রান্তে অবস্থিত ছন্দারিয়া খালের উপর নবনির্মিত সেতুটি। এখন প্রতিদিন সেখানে শত শত ভ্রমণ পিপাসুদের পছন্দের একটি বিনোদন স্পট হিসাবে পরিচিতি লাভ করেছে। সরকারি বন্ধের দিন ও বিশেষ বিশেষ দিনে এই সেতু দেখতে ভিড় করেন শত শত ভ্রমণপিপাসু। বোয়ালখালী উপজেলার ছন্দারিয়া খালের উপর নব নির্মিত সেতু ও সড়কের নৈসগিক দৃশ্য ও গ্রামীণ সড়কের দুই পাশে সবুজের সমারোহ দেখতে প্রতিদিন নানা বয়সি মানুষের আগমনে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া পাওয়া যায়। অনেকেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ছুটে এসেছে ছন্দারিয়া খালের উপর নবনির্মিত সেতু ও সড়ক দেখতে।