ঢাকা শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালখালীতে পুকুরের পেটে সড়ক

বোয়ালখালীতে পুকুরের পেটে সড়ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইমামুল্লার চর গ্রামের প্রবেশ মুখের মূল সড়কটি ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। জনবহুল ও গুরুত্বপূর্ণ ইমামুল্লারচর সড়কের প্রবেশ মুখে সড়কের পার্শ্বে থাকা পুকুরের ভাঙনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে সড়কটি। সড়কটি দিন দিন সংকুচিত হতে হতে সড়কটি এখন প্রায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিন ঘুরে ও বিভিন্ন সূত্রে জানা যায়, পুকুরটি বোয়ালখালী উপজেলার একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তির মালিকানাধীন। পুকুরের অন্য পাড় গুলো ভরাট ও সংস্কার করা হলেও অদৃশ্য কারণে সড়কের পার্শ্বসহ পাড়টি সংস্কার বা ভরাট কোনটায় করা যাচ্ছে না।

ফলে বৃহ্মরোপণ করা কর্মসূচির আওতায় রোপন করা প্রায় ১৫-২০টি মেহগনি গাছ পুকুরের পাড় যার উপর বর্তমান মূল সড়কটি টিকে রয়েছে। রাস্তা রক্ষা করার জন্য লাগানো গাছ গুলোর গৌড়ায় মাটি না থাকার কারণে অনেক আগেই পাড় ভেঙে গেছে। বর্তমান সড়কটিতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সড়কটি দিয়ে নিত্য প্রয়োজনীয় কাজসহ স্কুল, কলেজ, মসজিদণ্ডমাদ্রাসার শিক্ষার্থী ও রোগী পরিবহনের গাড়ি গুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে।

গাড়িগুলো যেকোনো মুহূর্তে রাস্তা ভেঙে যাওয়ার কারণে পুকুরে পড়ে দুর্ঘটনার আশঙ্কা করা যাচ্ছে। দিন দিন রাস্তা ভেঙে পুকুরে বিলীন হয়ে সড়কটি একেবারেই সরু হয়ে গেছে।

এই গ্রামে প্রায় তিন শতাধিক পরিবার ও কম বেশি দুই হাজার লোকের বসবাস। এই গ্রামের জনগুরুত্বপূর্ণ সড়কটি বিলীন হয়ে গেলে এলাকাবাসীদের যাতায়াত বন্ধ হয়ে যাবে। তাই এলাকাবাসী সহানীয় সরকার, জেলা প্রশাসক, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও সহানীয় ইউনিয়ন পরিষদ প্রতিনিধিদের সহযোগিতায় সড়কটি বিলীনসহ ওয়ার হাত থেকে রক্ষা পাবে বলে সহানীয়রা আশাবাদী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত