সবুজে সাজাই বাংলাদেশ এই স্লোগানে কক্সবাজারে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আগামীর জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন। গতকাল শনিবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীর ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা, কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন। বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের সরকারি অধ্যাপক জহিরুল হক, বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার মোরশেদুর রহমান খোকন, দৈনিক আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মাইন উদ্দিন শাহেদ, ঘোনার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবসার উদ্দিন প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক।
স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশ সম্মত বাংলাদেশ থেকে যেতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। পুরো দেশকে সবুজ করে রাখতে হবে।