ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ মো. মামুন ও মো. আরিফ নামে আন্তঃজেলা সড়ক-মহাসড়ক ও নৌপথে ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ডিবির ওসি মো. আবদুল্লাহর নেতৃত্বে এসআই রিপন সরকার ও এসআই জীবন বিশ্বাসসহ পুলিশের একটি দল গত সোমবার গভীর রাতে জেলার দাউদকান্দি উপজেলার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার মামুন ডাকাত দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের মো. ইউনুছের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডাকাতিসহ বিভিন্ন ধারায় ৪টি মামলা রয়েছে। গ্রেপ্তার অপর ডাকাত আরিফ চট্টগ্রামের ডবলমুড়িং থানার মঞ্ছুরাবাদ এলাকার মৃত আলী আকবরের ছেলে। তিনি দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। পুলিশ তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড গুলি, ২টি কার্তুজ উদ্ধার করে। তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত