
কক্সবাজারে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। শহরের পাবলিক লাইব্রেরীর শহিদ দৌলত ময়দানে জেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী। প্রধান অতিথি বলেন, সংরক্ষিত বন ও রাস্তায় সৃজন করা গাছ চুরি ও লুটে যারা জড়িত তারাও দুর্বৃত্ত। এসব দুর্বৃত্তদের ধরতে প্রশাসনের নিয়মিত অভিযান ও তৎপরতা রয়েছে। দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা নূরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মারুফ হোসেন, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি, সহকারী বনসংরক্ষক (এসিএফ) মনিরুল ইসলাম ও কক্সবাজার নার্সারি মালিক সমিতির সভাপতি সাইফুল হকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মারুফ হোসেন বলেন, পরিকল্পিত বনায়নের মাধ্যমে সরকারের পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগ নিয়েছে। এবারে বৃক্ষরোপণ অভিযানে মানুষের আগ্রহ বেড়েছে। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্সারি মালিক সমিতির নেতারা ও সদস্যরাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শ্রেষ্ঠ স্টল প্রদর্শনীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।