ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নাটোরে ট্রাক সিএনজি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নাটোরে ট্রাক সিএনজি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নাটোরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মজিবর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জেলা শহরের বড়হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান নাটোর সদর উপজেলার আটঘড়িয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে মজিবর রহমান কাঁচামাল কিনতে সিএনজি যোগে শহরের স্টেশন বাজারে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে শহরের বড়হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী মজিবর রহমান গুরুতর আহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত