ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কের প্লট বরাদ্দ উদ্বোধন

সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কের প্লট বরাদ্দ উদ্বোধন

সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কের প্লট বরাদ্দ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত বহুল প্রতিক্ষিত এ প্লট বরাদ্দ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। গত বুধবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ৭২ জনকে প্লট প্রদান করা হয়েছে।

এ শিল্পপার্ক চালু হলে ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে। রাজশাহীর বিসিক আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, জেলা বিসিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, বিসিক শিল্প পার্কের প্রধান সাজিদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাদের সেখ প্রমুখ।

বক্তারা বলেন, শিল্পায়নের মাধ্যমে উত্তরবঙ্গের অর্থনীতিকে সমৃদ্ধ করা সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক নির্মাণের উদ্দেশ্য ছিল। এছাড়াও বেকারত্ব হ্রাস, অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পায়নের পরিবেশ সৃষ্টি। এ শিল্প পার্কে ৮২৯টি প্লটের পরিকল্পনা ছিল এবং এসব প্লট এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে। দেশি-বিদেশি উদ্যোক্তারা প্লট বরাদ্দ পেয়েছেন। বরাদ্দপত্র পাওয়ার পর ইজারা গ্রহীতার করণীয় সম্পর্কে তারা বলেন, সারাদেশে ৮৩টি শিল্প নগরী রয়েছে। এরমধ্যে সিরাজগঞ্জ শিল্পপার্ক অন্যতম। নির্ধারিত সময়ে ডাউনপেমেন্ট, সার্ভিস চার্জ পরিশোধ না করলে, অনুমোদিত লে-আউট মানা না হলে, ৫ বছরের বেশি শিল্প কারখানা বন্ধ থাকলে বা আবাসিক কাজে ব্যবহার করলে প্লট বরাদ্দ স্থগিত করা হতে পারে।

এছাড়াও মোবাইল টাওয়ার স্থাপন করলে প্লট বরাদ্দ বাতিল করা হবে। প্রধান অতিথি বলেন, ঢাকার কাছাকাছি সিরাজগঞ্জ হলেও এখানে শিল্পায়ন তেমন হয়নি। অথচ পাশের জেলা বগুড়ায় হয়েছে। সিরাজগঞ্জ এখন শিল্প পার্কের জন্য উপযুক্ত। রেলপথ, সড়কপথ ও নদীপথসহ যোগাযোগ ব্যবস্থা ভালো। এ শিল্পপার্ক চালু হলে এ অঞ্চলের উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে যাবে। উল্লেখ্য, যমুনা সেতুর পশ্চিমপাড় ৪০০ একর জমির ওপর এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় শিল্প মন্ত্রণালয় এবং ৭১৯ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকা ব্যায়ে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত