ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে লিমার পথচলা

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে লিমার পথচলা

শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মনোবলের দেয়াল হতে পারে না। এ সত্যটিই প্রমাণ করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার কল্যাণকলস গ্রামের লিমা আক্তার। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হলেও অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায় দিয়ে তিনি জয় করেছেন একের পর এক শিক্ষাগত সাফল্য। এখন তার স্বপ্ন উচ্চশিক্ষা শেষে একটি সরকারি চাকরি পাওয়া।

লিমার দুটি পা থাকলেও সেগুলো দিয়ে হাঁটা সম্ভব নয়। জন্মের পর থেকেই তার পা ভাঁজ হয়ে রয়েছে, ফলে চলাফেরার জন্য তাকে ভর করতে হয় দুই হাত ও হাঁটুতে। এই কঠিন শারীরিক পরিস্থিতিও তাকে দমাতে পারেনি। জীবনযুদ্ধে অবিচল থেকে তিনি ২০১৭ সালে এসএসসি, ২০১৯ সালে এইচএসসি এবং সর্বশেষ ২০২৫ সালে ডিগ্রি সম্পন্ন করেছেন। শিক্ষাজীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও লিমা পিছিয়ে পড়েননি। তিনি জানান, অন্যদের মতো হাঁটতে পারি না, কিন্তু পড়াশোনার দিক থেকে আমি কোনো অংশে কম নই। আমি চাই সবাই জানুক- প্রতিবন্ধকতা শুধু শরীরের নয়, মনের শক্তি থাকলে সব কিছু জয় করা সম্ভব। লিমার স্বপ্ন আরও বড়। স্নাতকোত্তর সম্পন্ন করে সরকারি চাকরির পাশাপাশি তিনি চান, তার মতো অন্য প্রতিবন্ধীরাও যেন সাহস পায়, পথ খুঁজে পায়। তিনি বলেন, আমি চাই, আমার মতো যারা শারীরিক প্রতিবন্ধী, তারা যেন আমার গল্প শুনে সাহসী হয়। মনোবল আর আত্মবিশ্বাসই একজন মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। স্থানীয় এলাকাবাসী লিমাকে নিয়ে গর্বিত। তারা জানান, লিমার জীবনগাথা শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং একটি সামাজিক বার্তা। এক প্রতিবেশী বলেন, লিমা আমাদের গর্ব। তার সংগ্রাম ও সাফল্য আমাদের অনুপ্রেরণা দেয়। সে সমাজে একটি নতুন উদাহরণ তৈরি করেছে। লিমা মনে করেন, সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা পেলে তার মতো আরও অনেক প্রতিবন্ধী ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তিনি বলেন, আমাদের সমাজে অনেকেই প্রতিবন্ধী, কিন্তু তাদের জন্য সুযোগ কম। সমাজ যদি একটু সাহায্যের হাত বাড়ায়, তাহলে তারা নিজেদের সম্ভাবনাময়তা উপলব্ধি করতে পারবে। আজ লিমা শুধুমাত্র একজন শিক্ষার্থী নন, বরং একটি চলন্ত প্রেরণা। তার জীবনের গল্প আমাদের শেখায় সাহস, মনোবল ও অধ্যবসায় থাকলে শারীরিক প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। তাকে উৎসাহ ও সহযোগিতা দিয়ে আমরা একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গঠনের পথে এগোতে পারি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত