ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় খাল থেকে লাশ উদ্ধার

কুষ্টিয়ায় খাল থেকে লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের খেজুরতলা এলাকার কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে জিকে খাল থেকে লাশটি উদ্ধার করেছে ইবি থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে জিকে খালে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ইবি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে লাশের পরিচয় এখানও সনাক্ত করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি মেহেদী হাসান বলেন, খাল থেকে অজ্ঞাত একব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ৭-৮ দিন হয়ে গেছে। বড় ধরনের জখমের চিহ্ন নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত