ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুড়ীতে মানিব্যাগ তুলতে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু

জুড়ীতে মানিব্যাগ তুলতে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সেপটিক ট্যাংক থেকে মানিব্যাগ তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সুহেল আহমদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া তার ছোট ভাই ইমন উদ্দিন গুরুতর আহত হয়েছেন।গত বুধবার রাত ৯টায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত সুহেল আহমদ ডোমাবাড়ী গ্রামের মজমিল আলীর বড় ছেলে। জানা যায়, সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মানিব্যাগ তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সোহেল অচেতন হয়ে যান। তাকে উদ্ধারের জন্য ছোট ভাই ইমন ট্যাংকে নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমদকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত