ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘সোনামসজিদ স্থলবন্দরের পরিধি বাড়ানো হবে’

‘সোনামসজিদ স্থলবন্দরের পরিধি বাড়ানো হবে’

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনা করে পরিকল্পিতভাবে উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করবে সরকার বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। গতকাল শুক্রবার দুপুরে আয়োজিত এক মতবিনিময় শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, সোনামসজিদ স্থলবন্দরের সমস্যাগুলো দেখার জন্য এরইমধ্যে জেলা প্রশাসকে বলেছি। এরমধ্যে আড়াই থেকে ৩ কিলো মিটারের একটি রাস্তার প্লানের জন্য বলা হয়েছে। আর বন্দরের ইয়ার্ড তৈরির জন্য আমারা দেখছি এখানে কিছু খাস এবং কিছু ব্যক্তি মালিকাধীন জমি আছে। এগুলো নিয়ে একটি প্লান তৈরি করে পাঠালে আমরা বুঝতে পারবো কতখানি জমি আছে কতখানি জমি লাগবে এবং জমি নিতে আমাদের কতটুকু বাজেটের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, সোনামসজিদ বন্দর অনেক গুরুত্বপূর্ণ ও পুরাতন বন্দর। ভবিষ্যতে এই বন্দর লিংকআপ হতে পারে। সে কারণে বন্দরটি আরেকটু সম্প্রসারণ করা দরকার।

পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের প্রকল্পের মাধ্যমে সোনামসজিদ স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার পাবে বলে ইজ্ঞিত দিয়েছেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এ বিষয়ে তিনি বলেন, বিশ্বব্যাংককে দিয়ে বেশ কয়েকটি বন্দর করা হয়েছে। পরবর্তীতে যদি বিশ্বব্যাংকের কোন প্রকল্প থাকে তাহলে এ বন্দর সম্প্রসারণের সুবিধা হবে। এরআগে দুপুরে নৌপরিবহন উপদেষ্টা সোনামসজিদ স্থলবন্দরের এসে পৌঁছালে কাস্টমস কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে বন্দরের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, কাস্টমস কর্মকর্তা, ব্যবসায়ী ও শ্রমিকদের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, পানামা পোর্টলিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহুরা নওসাবাসহ অন্যরা।

বিকালে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখায়াত হোসেন চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউসে শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে ১৫ জনের মাঝে টাকার চেক বিতরণ করা হয়। গতকাল শুক্রবার দুপুরে আয়োজিত এক মতবিনিময় শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত