
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সংগঠন সিজন-১ এর আয়োজনে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৭ম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বামনপাড়া মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুস সাত্তার। এ সময় কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ, ক্রীড়া সম্পাদক হুমায়ন কবির, কাকড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক মাসুম, সাবেক খেলোয়াড় রেজাউল করিম রিপন সরকার, মাওলানা মুজিবর রহমান, যুবদল নেতা খান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
১ম রাউন্ডের ৭ম ম্যাচ খেলায় বহেরাতলি একাদশ ২-০ গোলে নালিয়াকান্দা একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।