
কুমিল্লার মেঘনায় বিএনপির পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সব শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার আম্বিয়া সুপার মার্কেটের (২য় তলায়)-এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানিকারচর সরকারি কলেজের প্রফেসর ড. মুহাম্মদ ইমরান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন (যুদ্ধকালীন কমান্ডার), যুগ্ম আহ্বায়ক মো. সাহাব উদ্দিন, আ. মতিন, কেফায়েত উল্লাহ, মহসীন ভূঁইয়া, মো. মাসুরুল হক সরকার প্রমুখ।