ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফেনীতে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

ফেনীতে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয় সিংহ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার স্কুল মিলনায়তনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র শীর্ষক এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্যাহ মানিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য কাবুল হোসেন কাবুল মেম্বার ও বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক শাহজালাল ভূঞা। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত