ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রদর্শনী

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রদর্শনী

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে সুনামগঞ্জে গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, উক্ত প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীসহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত