
ময়মনসিংহ অঞ্চলের বর্ষীয়ান আলেম আল্লামা আব্দুল হক সাহেব ও তার প্রতিষ্ঠিত ময়মনসিংহ শহরে শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ফয়জুর রহমান (রহ.) মাদরাসাকে নিয়ে চলমান সকল ষড়যন্ত্র বন্ধ এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সমূহ মেনে নেওয়ার দাবিতে আজ ৩১ জুলাই গত বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা শহরের বারহাট্টা রোডস্থ হেফাজত চত্বরে সচেতন আলেম সমাজ ও ছাত্র জনতার ব্যানারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের যুগ্ম আহ্বায়ক মাওলানা দেলাওয়ার হুসাইন, মাওলানা শরিফ উদ্দীন তালুকদার, জেলা হেফাজতে ইসলামের সদস্য সচিবমাওলানা মাজহারুল ইসলাম, জেলা ইসলামী এক্যজোটের আহ্বায়ক মাওলানা আবু সায়েম খান, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম, শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফী (রহ.) এর অন্যতম খলিফা মাওলানা আবুল বারী, জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার উস্তাদ মাওলানা নুরুল ইসলাম, জেলা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাও. মুহাম্মদুল্লাহ নাঈম, হাফেজ হাবিবুর রহমান ও মাওলানা আব্দুল লতিফ প্রমুখ।