ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বেলাবতে চার বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ

সীমাহীন জনদুর্ভোগ
বেলাবতে চার বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ

নরসিংদী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বেলাব উপজেলাধীন আমলাব ইউনিয়নের আমলাব-রাজারবাগ পাকা রাস্তা থেকে আবদুল্লানগর পর্যন্ত ১৫০০ মিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের কাজ চার বছরেও শেষ হয়নি। প্রায় ২ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৫০৮ টাকা চুক্তিমূল্যের এ প্রকল্পের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে কাজ শেষ করতে ব্যর্থ হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৮ মার্চ ওয়ার্ক অর্ডার পাওয়ার পর সড়কটির নির্মাণকাজ শুরু করার কথা ছিল এবং ২ বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় প্রকল্পটির মেয়াদ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়। বর্ধিত সময়েরও চার মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, এই দীর্ঘসূত্রতা ও গাফিলতির কারণে শুধু সরকারি অর্থের অপচয়ই হচ্ছে না, বছরের পর বছর ভোগান্তিতে পড়ছেন তারা। দ্রুত নির্মাণ কাজ শুরু করে জনগণের দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা বলছেন, বছরের পর বছর ধরে অসম্পূর্ণ রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে সড়কটিতে হাঁটাও কঠিন হয়ে পড়ে, অন্যদিকে শুষ্ক মৌসুমে ধুলাবালিতে নাকাল হন পথচারীরা। শিক্ষার্থী, কৃষক ও রোগী পরিবহনেও দেখা দিচ্ছে নানা সমস্যা।

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, চার বছর ধরে এই রাস্তাটি একই অবস্থায় পড়ে আছে। কাজের নামে শুধু মাটি কাটা আর কিছু কংক্রিট ফেলা হয়েছিল, এরপর আর কিছুই হয়নি। আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল হাসান জানান, দীর্ঘদিনেও সড়কটির পাকাকরণ কাজ সমাপ্ত না হওয়ায় জনগণ ভোগান্তিতে আছে। ব্যক্তিগতভাবে ঠিকাদারকে একাধিকবার নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু শুরু থেকেই ঠিকাদারের গাফিলতি ছিল। তবে বর্তমানে সম্ভবত মাটি ভরাট ও কংক্রিট বিছানোর কাজ শেষ করেছে। তার আশা খুব দ্রুতই পিচঢালাই শেষ হবে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইব্রাহিম কনস্ট্রাকশনের প্রতিনিধির সঙ্গে কথা হলে তিনি জানান, বিভিন্ন সমস্যার কারণে কাজটি বিলম্বিত হয়েছে। তবে আমরা অতি শিগগিরই কাজ পুনরায় শুরু করব।

বেলাব উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে বারবার তাগিদ দেওয়ার পরও তারা কাজ শুরু করেনি। আমরা তাদের অফিসিয়ালি চিঠি দিয়েছি এবং দ্রুত কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত