
গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের বামনদিয়া পদ্মবিলে শাপলার সৌন্দর্য উপভোগ করতে এসে গতকাল শুক্রবার সকালে দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন- শ্রীপুর উপজেলার টেংরা টেপির বাড়ি এলাকার নূরে আলমের ছেলে মো. মাহিন (১৬) ও ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ফরহাদ উদ্দিনের ছেলে বায়েজিদ হোসেন (৩৫)।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে দুটি মোটরসাইকেলে চড়ে পাঁচজন যুবক বামনদিয়া পদ্মবিলে ঘুরতে আসেন। একটি ডিঙ্গি নৌকা ভাড়া নিয়ে তারা শাপলার সৌন্দর্য উপভোগ করছিলেন। প্রাায় ঘণ্টা খানেক পর ডিঙ্গি নৌকার তলায় একটু পানি জমে যাওয়ায় এবং যুবকদের শাপলা উঠানো ও নড়াচড়ার কারণে হঠাৎ করে নৌকাটি একটি গহীন খাদে ডুবে যায়। এ সময় তাদের তিনজন সাঁতরে তীরে আসতে পারলেও মাহিন ও বায়েজিদ পানিতে তলিয়ে যায়। তীরে আসা যুবকদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে অন্য কয়েকটি নৌকা নিয়ে খোঁজাখুঁজি করে মাহিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য যুবক বায়েজিদকে খোঁজাখুঁজির দীর্ঘ সময় পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ওই যুবকদের লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে।