ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সামনের নির্বাচনি পথ অত্যন্ত পিচ্ছিল

বললেন লুৎফুজ্জামান বাবর
সামনের নির্বাচনি পথ অত্যন্ত পিচ্ছিল

বিএনপি এখন খুবই সংঘটিত ও শক্তিশালী দল। এ দল সামনের নির্বাচনে জয়ী হবে ইনশাআল্লাহ। কিন্তু নির্বাচনি পথ অত্যন্ত পিচ্ছিল। এ পথ অনেক ধৈর্য ধরে পার করতে হবে। কেউ অপকর্ম কিংবা দলের গঠনতন্ত্রবিরোধী কাজ করলে বিএনপি তার দায়িত্ব নেবে না। সে যত শক্তিশালীই হোক। দলকে বাঁচাতে হলে এ ক্ষেত্রে কোনো আপোস নেই। আমাদের নেতা তারেক রহমান এ কথা বার বার বলছেন। আমি শুধু তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল শুক্রবার এক জনসভায় এসব কথা বলেন, মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী নির্বাচনি এলাকার সাবেক এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর। নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালি গ্রামের প্রকাশ নাথ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা স্থানীয় ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নন চৌধুরী। এখানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন- জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা মাসুদ রানা চৌধুরী, খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান কেষ্টু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত