ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘শিক্ষার্থীরা চাইলে ইকসু গঠনে কোনো বাধা নেই’

‘শিক্ষার্থীরা চাইলে ইকসু গঠনে কোনো বাধা নেই’

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে ‘মুভমেন্ট ফর ইকসু’ গঠন করেছে ইবির সব ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে এ কমিটি গঠন করা হয়। এদিকে শিক্ষার্থীরা চাইলে ইকসু গঠনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ শতাধিক সাধারণ শিক্ষার্থী।

জানা যায়, ইকসু গঠনের লক্ষে গত শুক্রবার সন্ধ্যা ও গতকাল শনিবার দুপুরে পৃথক আলোচনা করেছেন বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। আলোচনা সভায় শিক্ষার্থীরা ইকসুতে নিয়মিত ছাত্রদের প্রতিনিধিত্ব, সাজিদ হত্যার বিচার, শিক্ষক নিয়োগ, জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারীদের শাস্তি নিশ্চিত, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও ইকসুতে সংখ্যালঘুদের অংশগ্রহণ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। পরে গতকাল শনিবার দুপুরে দ্বিতীয় দফায় এ বিষয়ে আলোচনায় বসে শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ‘মুভমেন্ট ফর ইকসু’ কমিটি গঠিত হয়েছে। তারা ইকসু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজ করে যাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত উপাচার্য ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ইকসু গঠনের জন্য দল-মত নির্বিশেষে সবাইকেই একই প্লাটফর্মে থাকতে হবে। শিক্ষার্থীরা একই দাবিতে ঐক্যবদ্ধ থাকলে ইকসু গঠনে কোনো বাধা নেই।

আমরা প্রশাসনের কর্তাব্যক্তি হিসেবে ইকসু গঠনের জন্য যা যা করা লাগে সব কাজ করবো।

উল্লেখ্য, ইকসু গঠনের দাবিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বিভিন্ন বিভাগের আট জন শিক্ষার্থী সংবাদ সম্মেলন করেন। পরে শিক্ষার্থীদের একাংশের সঙ্গে সম্মেলন আয়োজকদের কয়েক দফায় হট্টগোলের সৃষ্টি হলে একপর্যায়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সম্মেলনস্থল থেকে বেরিয়ে যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত