
নেত্রকোনার পূর্বধলায় যুবলীগ নেতা বুলবুল মীর গ্রেপ্তার হয়েছেন। হত্যা থেকে শুরু করে অস্ত্র, মাদক, চাঁদাবাজি, ডাকাতি, বিস্ফোরক ও জমি দখলসহ বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে পূর্বধলা থানায় করা সর্বমোট ১৯টি মামলা রয়েছে। যার মধ্যে ১৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সর্বশেষ মানিক চন্দ্র বনিক করা ডাকাতি মামলায় প্রধান আসামি হিসেবে বুলবুলকে গত শুক্রবার রাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে গতকাল শনিবার সকালে গ্রেপ্তার করে পূর্বধলা থানা ও জেলা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার দুপুরে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ নূরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।