
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাতনামা (৫০) এক পথচারী নারী নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে ও ঘাতক সন্দেহে একটি বাস আটক করেছে। শিবচর হাইওয়ে পুলিশ জানায়, গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিক ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর এলাকায় ঢাকামুখী লেনে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক পথচারী বৃদ্ধা অজ্ঞাতনামাকে (৫০) চাপা দিলে ওই নারী গুরুতর আহত হয়। পুলিশ ওই নারীকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ শিবচর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এদিকে দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পদ্মা সেতুর অন্য প্রান্ত মুন্সিগঞ্জ এলাকা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস আটক করে হেফাজতে নিয়েছে।