ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কাউখালীতে এতিমখানা পরিদর্শন

কাউখালীতে এতিমখানা পরিদর্শন

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা একটি এতিমখানা ও হাফেজী মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে নিজ খরচে ৫০ জন অসহায় দুঃস্থ ও এতিম ছাত্রদের দুপুরের খাবারের ব্যবস্থা করেন। গত শুক্রবার উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের অবহেলিত দক্ষিণ পূর্ব জোলাগাতি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আকর্ষিক ভাবে পরিদর্শন করার জন্য উপস্থিত হন ইউএনও। এ সময় তিনি ছাত্রদের জন্য গরুর গোস্ত, আলু, ডাল, চাউল, মিষ্টিসহ রান্না করার অন্যান মালামাল নিয়ে ওই হাফেজী মাদ্রাসা ও এতিমখানায় উপস্থিত হন। পরে তিনি মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে নিজ হাতে দুপুরের খাবার পরিবেশন করেন ও মাদ্রাসার ছাত্রদের পড়া ও থাকার জায়গা পরিদর্শন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত