
চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবাসহ তারেক ও ইউনুস আলী নামে দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। তারেক খানখানাবাদ ইউপির ৬নং ওয়ার্ডের ডোংরা এলাকার মৃত রবি আলমের ছেলে ও ইউনুস আলী একই ইউনিয়নের রায়ছড়া গ্রামের মৃত পেচু মিয়ার ছেলে।
গত শনিবার দুপুরে মোটরসাইকেল ড্রাইভিং করে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রাকালে পুঁইছড়ি ইউপির দক্ষিণ পাশে টৈইটং ওপর থেকে বাঁশখালীতে দায়িত্বরত মেজর স-আদাতের (২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি) নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে ৩ হাজার ইয়াবা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।