ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের চাঞ্চল্যকর সাব্বির হোসেন হত্যা মামলা প্রমাণিত হওয়ায় সাত জনের যাবজ্জীবন ও ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

তারা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের ওয়াজ আলী, তার ভাই আব্দুল হামিদ ও আরশেদ আলী, আব্দুস সামাদ, কুনু ও তার ভাই ইদ্রিস আলী, সেলিম রেজা এবং বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার রাউতারা গ্রামের আব্দুর রহিমকে ২ বছর ও পোতাজিয়া গ্রামের নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলীকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা গতকাল রোববার দুপুরে এ রায় দেন।

ওই আদালতের সরকার পক্ষের আইনজীবী (এপিপি) গোলাম সরওয়ার খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বরাদ দিয়ে আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত উপজেলার পোতাজিয়া গ্রামের ওসমান গণির সঙ্গে জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাদী ও তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় সাব্বির হোসেনসহ ও আরও কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে সাব্বিরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়ার পথে মারা যায়।

এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ ওই ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত