ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আব্দুস সালেক মোল্লার স্মরণে আলোচনা

আব্দুস সালেক মোল্লার স্মরণে আলোচনা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী, জেলা জাসদের সাবেক সভাপতি এবং নাজিরপুর উপজেলার বানিয়ারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালেক মোল্লার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সংসদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নুরদিদা খালেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পন্না।

সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাবির বাদল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত