ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে ‘কবর’ কবিতার শতবর্ষ উদযাপন

চাঁদপুরে ‘কবর’ কবিতার শতবর্ষ উদযাপন

পল্লীকবি জসীম উদদীনের ঐতিহাসিক ‘কবর’ কবিতার শতবর্ষ উদযাপন করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি ও সামাজিক সংগঠন ইয়ূথ ফোরাম বাংলাদেশ। গত শনিবার চাঁদপুর রোটারি ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। তিনি বলেন, বাংলাদেশের মানুষের মতো এতটা আত্মীয়বান্ধব লোক পৃথিবীর আর কোনো দেশে নাই। সে উদাহরণ আমরা কবর কবিতায়ও দেখতে পাই। তিরিশ বছর পরেও মৃত স্ত্রী ও স্বজনদের কথা স্মরণ করে একমাত্র নাতির কাছে একজন বৃদ্ধের করুণ আকুতি জানানোর চিত্র ফুটে উঠেছে এ কবিতায়। জসীম উদদীন গ্রাম অঞ্চলের মানুষের ভাষা ও জীবন ব্যবস্থাকে উপজীব্য করে কবিতা লিখেছেন।

ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকীর সভাপতিত্বে, চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ। তিনি বলেন, জসীম উদদীনকে শুধুমাত্র পল্লীকবি আখ্যা দিয়ে একটি গণ্ডির মধ্যে আটকিয়ে রাখা ঠিক না। তিনি বাংলাভাষার শ্রেষ্ঠতম কবিদের একজন। তাকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠান করা উচিত। কবির নামে রাষ্ট্রের গুরত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা উচিত।

স্বাগত বক্তব্য রাখেন চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সভাপতি সোহেল মো. ফখরুদণ্ডদীন, ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মআআ মুক্তাদীর।

শুভেচ্ছা বক্তব্য দেন- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চাঁদপুর জেলা সংসদের সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস, চর্যাপদ একাডেমির সহ-সভাপতি শিউলী মজুমদার, নিয়ন্ত্রণ পরিষদ চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, রেলওয়ে কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মাহমুদা খানম, জেলা স্কাউটস সম্পাদক ফয়সাল ফরাজী, রেড ক্রিসেন্টের ফোকাল পার্সোন উপদেষ্টা ওমর বিন ইউসূফ চৌধুরী, অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম, রোটারিয়ান শাহীন আক্তার, নারী উদ্যোক্তা সায়রা কাকলি, লেখক রবীন্দ্র মজুমদার ও মুদ্দাসির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত