
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই পর্যটক নিহত এবং চারজন আহত হয়েছেন। গতকাল রোববার বিকাল ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান। হতাহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তারা টাঙ্গাইলের বাসিন্দা বলে তথ্য দিয়েছেন তিনি। হতাহতরা সবাই দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের যাত্রী।
স্থানীয়দের বরাতে তৈয়বুর রহমান বলেন, রামুর রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে চট্টগ্রামমুখি মার্শা পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে একজনের মৃত্যু এবং পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত এক শিশুকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক আহত অন্যদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
ওসি জানান, আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান, মো. তৈয়বুর রহমান।