
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রংছাতি ইউনিয়নের নল্লাপাড়ার মো. আবু চান মিয়ার ছেলে মো. রাসেল মিয়া ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে মো. পলাশ মিয়া এবং কলমাকান্দা ইউনিয়নের চারিকুম পাড়ার জয়নাল মিয়ার ছেলে মাসুদ মিয়া। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।
এ সময় কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক তাদের প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।