ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কেশবপুরে সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবি

কেশবপুরে সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবি

৯০ যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের সামনে গতকাল রোববার দুপুরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য রাখেন- কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুর রাজ্জাক, সহ-সভাপতি আলাউদ্দীন আলা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সুমন। এর আগে সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ (কেশবপুর) আসনের ভোটাররা। জেলা নির্বাচন কর্মকর্তা স্মারকলিপি গ্রহন করেছেন।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন কমিশনে যশোর-৬ সংসদীয় আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে আজ সোমবার শুনানির দিন ধার্য রয়েছে। এর প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে যশোর-৬ আসনের সাধারণ ভোটাররা। এরই পরিপ্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে গতকাল রোববার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে যশোর জেলা নির্বাচন অফিস ঘেরাও করে স্মারকলিপি দিয়েছেন যশোর-৬ (কেশবপুর) আসনের ভোটাররা।

এ সময় নেতারা বলেন, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এরমধ্য দিয়ে একটি পক্ষ কেশবপুরের চিরায়ত নির্বাচনি সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত