ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাগেরহাটে সংসদীয় আসন বহাল রাখার দাবিতে হরতাল পালিত

বাগেরহাটে সংসদীয় আসন বহাল রাখার দাবিতে হরতাল পালিত

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলাজুড়ে সর্বাত্মক সড়কপথ অবরোধ ও হরতাল করেছে বিএনপি জামায়াত এনসিপিসহ সর্বস্তরের নাগরিক সমাজ।

পূর্বনির্ধারিত সময় গতকাল রোববার সকাল ৮টায় খুলনা বাগেরহাট মহাসড়কের শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জজ কোর্টের সামনে, খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া মোড়, খুলনা মোংলা মহাসড়কের কাটাখালি জিরোপয়েন্ট, বাগেরহাট মাওয়া মহাসড়কের মোল্লাহাট সেতু, খুলনা-মোংলা মহাসড়কের একাধিক যায়গায়, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার জিরো পয়েন্টসহ জেলার অন্তত অর্ধশতাধিক স্থানে স্থানে সড়ক- মহাসড়কে গাছের গুড়ি, টায়ারে আগুন ও বেঞ্চ রেখে, বাঁশ বেঁধে অবরোধ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এতে বাগেরহাট জেলার উপর দিয়ে চলাচল করা ৫টি মহাসড়ক ও ৯টি উপজেলা সড়কসহ সব স্থানের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।

সব দূরপাল্লা ও আন্তজেলা ও বিভাগীয় সড়ক পথে যান চলা চল বন্ধ হয়ে যায়। এই জেলার উপর দিয়ে পিরোজপুর বাগেরহাট ঢাকা, বরিশাল-বাগেরহাট-খুলনা, বরিশাল বাগেরহাট-বেলাপোল, খুলনা-বাগেরহাট-ঢাকা, সাতক্ষীরা-খুলনা-বাগেরহাট, বরিশাল-বাগেরহাট-রংপুরসহ ১৬ রুটের ৩৪ জেলার সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে কর্মমুখী মানুষ ও দেশের নানা প্রান্ত থেকে নানা প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা। অনার্স পরীক্ষার্থী ও রোগী ও তাদের স্বজনেরা নানা ভোগান্তিতে পড়েছে। চাকরিজীবীসহ বিভিন্ন পেশাজীবীরাও পড়ে ছিলেন বিপাকে। জেলার সব উপজেলা সদরের দোকান মালিক সমিতি, বনিক সমিতি এই আন্দোলনের সঙ্গে একমত পোষণ করে দোকান পাট বন্ধ রেখেছে। সকাল পৌনে ৯টার দিকে বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান পায়ে হেটে তার কার্যালয়ে প্রবেশ করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বেলা সাড়ে ১১টার দিকে খুলনা বরিশাল মহাসড়কের দশানি জিরো পয়েন্ট এলাকায় আন্দোলন কারিরা সড়কের উপর ক্রিকেট খেলেছে। সকাল থেকে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে সড়কে বেরিয়ে পড়লে মোংলা বন্দরের সঙ্গে সড়ক পথে দেশের নানা প্রান্তে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই জেলায় বিপণি বিতানের পাশাপাশি সব সরকারি বেসরকারি অফিস আদালত ছিল অচল।

পূর্ব পরিকল্পিতভাবে আন্দোলন কারিরা এক একটি মোড়ে জিরো পয়েন্টে একাধিক নেতার দায়িত্বে শান্তি পূর্ণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এমএ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, বিএনপি নেতা মোজাফফর রহমান আলম, শেখ শাহেদ আলী রবি, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জামায়াত নেতা অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, শেখ মন্জুরুল হক রাহাদ, শেখ মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, এনসিপি নেতা মোর্শেদ আনোয়ার সোহেল, মো. শফিউল্লাহ প্রমুখ।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রস্তাব দিলে জেলার সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিল ও চারটি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে। আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত