ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল শুক্রবার নবাবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার দাওয়াখানা কারখানা সংলগ্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইউসুফ মিয়া। এ সময় তার সঙ্গে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে প্রায় ৬০ হাজার সিএফটি বালু এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। তবে অভিযানের সময় মূল বালু ব্যবসায়ী কিংবা শ্রমিকদের কাউকেই আটক করা সম্ভব হয়নি।

ইউএনও রিগ্যান চাকমা বলেন, মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জব্দকৃত বালু ও যন্ত্রপাতির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং জেলা প্রশাসন ফেনী এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মুহুরী নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। অভিযানের পর স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থায়ীভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত