
লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর-৪ আসন থেকে দলটির সম্ভাব্য প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লার সমর্থনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ শোভাযাত্রা করা হয়। এতে পাঁচ শতাধিক মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিকআপে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কমলনগর উপজেলার চরকাদিরা এলাকার বাসিন্দা মাওলানা খালেদ সাইফুল্লা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা।