
মুরাদনগর উপজেলায় বাঙ্গরা বাজার থানাধীন অবৈধভাবে মাটি উত্তোলন এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে গত রোববার সন্ধ্যায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান। বাঙ্গরা বাজার এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন এবং প্রায় এক হাজার ফুট পাইপ জব্দ ও অপসারণ করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রম শুধু কৃষি জমির উর্বরতা নষ্ট করে না, বরং পরিবেশের ভারসাম্যকেও মারাত্মকভাবে বিঘ্নিত করছে।
একই অভিযানে জয়নগর এলাকায় অবস্থিত মেসার্স জিএল গ্রিন ওয়েল ফ্যাক্টরিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এই ফ্যাক্টরিটি জাহাজের পোড়া তেল জ্বালানি হিসেবে ব্যবহার করছিল, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় বাঙ্গরা বাজার থানার পুলিশ বাহিনী সহযোগিতা করে। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ও পরিবেশ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে।