ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মদনে ইয়াবাসহ পাঁচ কারবারি গ্রেপ্তার

মদনে ইয়াবাসহ পাঁচ কারবারি গ্রেপ্তার

নেত্রকোনার মদনে ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। গত সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মদন সদর ইউনিয়নের দক্ষিণ পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- কদমশ্রী মনিকা গ্রামের আবুল মিয়ার ছেলে মাহবুব, পরশখিলা গ্রামের ইসরাফিলের ছেলে হিরন মিয়া, তিয়শ্রী উত্তরপাড়ার কহোজ মিয়ার ছেলে মিলন শেখ, বৃ-বরিকান্দি গ্রামের ধনাই মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনু ও মদন উত্তরপাড়া গ্রামের রুবেল মিয়া। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মদন দক্ষিণ পাড়ার একটি ফিসারির ঘর থেকে ৪ জনকে ৪৯৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে একই এলাকায় অভিযান চালিয়ে রুবেল নামের আরেক ব্যবসায়ীকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। মদন থানার ওসি শামসুল আলম শাহ্ জানান, গ্রেপ্তারদের গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত