ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শাটডাউন

উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শাটডাউন

ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেল শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ওই রেল স্টেশনে সর্বস্তরের জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় আন্দোলনকারীরা বলেন, উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস এ ৩টি আন্তনগর ট্রেন ওই স্টেশনে যাত্রাবিরতি করে না। এতে এ অঞ্চলের যাত্রীরা উল্লেখিত ট্রেন সেবা থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে। এসব ট্রেনের যাত্রাবিরতির দাবি বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন এবং দ্রুত সময়ের মধ্যে জনস্বার্থে এ দাবি বাস্তবায়নে জোর দাবি জানানো হয়েছে। এ কর্মসূচি চলাকালে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর স্টেশনে অপেক্ষা করতে থাকে। এ কারণে যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত