
ইউপি চেয়ারম্যানদের উদ্দেশে মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাইল হোসেন বলেন, আপনারা চাইলে ইউনিয়নকে দুর্নীতিমুক্ত রাখতে পারেন তাহলে ইউনিয়ন দুর্নীতিমুক্ত হবে। সীমান্তবর্তী চেয়ারম্যানরা সীমান্ত এলাকার চোরাচালান এবং মানবপাচার বন্ধ করতে আপনাদের ভূমিকা রাখতে হবে। জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাইল হোসেন।
প্রধান অতিথি হিসেবে সভায় গ্রাম আদালত বিষয়ক দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে সেজন্য ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে।
এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতে সঠিক বিচার পায়, সেদিক খেয়াল রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম অতি দ্রুত হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যাপক ভূমিকা রাখতে হবে।
সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. শাহীনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) আসিফ মহিউদ্দীন পিপিএম। অনুষ্ঠানে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন- বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ডিস্ট্রিক ম্যানেজার শওকত হাসান। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের প্রকল্প মৃল্যায়ন হোসেন শাহাদাত হোসেন, উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভিন, সাংবাদিক, জেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।