
হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে আজ সকালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং অন্যজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ডের অদূরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী প্রাণ হারান। নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার বাসিন্দা আব্দুল মান্নান (২৩) এবং হরিরামপুর উপজেলার মনির হোসেন (৬০)। এছাড়া, সিএনজির আরও দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে মহসিন নামের একজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পাবনার সাথিয়া উপজেলার বাসিন্দা শাহজাহান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।