
গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট অফিস চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ, রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওয়ালিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাঘাটা উপজেলায় মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৩০জন কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি করে মাসকালাই, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি স্যার বিনামূল্যে বিতরণ করা হয়।