ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত

সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত

পাহাড়ি ঢল ও বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনায় প্রায় ১২ সে. মি. পানি বৃদ্ধি পেয়েছে। এরইমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে যমুনা পাড়ের মানুষ বন্যার আশঙ্কা করছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে পাহাড়ি ঢল ও দফায় দফায় বর্ষণে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

এ কারণে যমুনার তীরবর্তী কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং পানিতে ডুবে গেছে বিভিন্ন ফসল। বিশেষ করে শাহজাদপুর, বেলকুচি ও কাজিপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া চলনবিল এলাকার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। সেইসঙ্গে যমুনার তীরবর্তী ওই ৫টি উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে ভাঙনের দেখা দিয়েছে। ভাঙনে চৌহালী বেড়িবাঁধের প্রায় ৫০ মিটার বাঁধ এরইমধ্যে যমুনা গর্ভে বিলীন হয়েছে। সেখানে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফুলজোড়, করতোয়া, হুরাসাগর, বড়াল ও চলনবিলেও পানি বাড়ছে। তবে যমুনা নদীতে আরও কয়েকদিন পানি বাড়তে পারে।

এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ কারণে চরাঞ্চলের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে এরইমধ্যে চৌহালীতে কাজ শুরু করা হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বড় ধরনের বন্যার আশঙ্কা নাই বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত