
কক্সবাজারের মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। এ সময় দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে মহেশখালী পৌরসভা গোরকঘাটা জেটি ঘাট এলাকায় এ অভিযান চালানও হয়। আটকরা হলেন- কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার সাইফুল ইসলাম (২৫), কক্সবাজার পৌরসভার এসএম পাড়ার গোলবাহার খাতুন (৬৫) ও একই এলাকার দিলবার বেগম (৬০)। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।