ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুমারখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

কুমারখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে নিজ বাড়ির প্রায় ২০০ মিটার দূর থেকে নাছিমা খাতুন (৪০) নামের এক গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া এলাকার মরা কালিগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নাছিমা খাতুন ওই এলাকার দিনমজুর মহেদ আলীর স্ত্রী। নাছিমা দুই সন্তানের জননী। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। ছেলের দাবি, রাত ১টার দিক থেকে মাকে পাওয়া যাচ্ছিল না। আর স্বামীর দাবি, ভোরে ফরজ গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে নাছিমা। আর নিহত ব্যক্তির চাচার ভাষ্য, বিয়ের পর থেকেই জামাই-মেয়ের সংসারে অশান্তি ছিল। পারিবারিক কলহের জেরেই মেয়েকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে জামাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত