
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিাবর অফিসার্স ক্লাবে বদলিজনিত বিদায়ী সংবর্ধনায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডলের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম রসুল রাখি, নবাগত সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ প্রমুখ।