
গোপালগঞ্জে পৃথক তিনটি ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সদর উপজেলার বিভিন্ন গ্রামে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সদর উপজেলার ডুমদিয়া এলাকায় বাসের ধাক্কায় জিন্নাতুন বেগম (৫৫) নামে এক নারী ঘটনাস্থলে নিহত হয়।
তার বাড়ি সদর উপজেলার নিজড়া গ্রামে। রাস্তা পারাপারের সময় রাজিব পরিবহনের একটি বাস তাকে ঘটনাস্থলে চাপা দেয়। এদিকে, সদর উপজেলার গোপালগঞ্জে নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পর্শে হৃদয় শেখ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অন্যদিকে, সদর উপজেলার বলাকইড় গ্রামে রাইয়ান শেখ নামের তিন বছর বয়সের এক শিশু বাড়ির পাশে পুকুরে পড়ে মারা গেছে।