
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার উপজেলার আব্দুল আউয়াল ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় কলেজের এক হাজার শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় আরও উপস্থিত ছিলেন- আব্দুল আউয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার প্রমুখ।