
কক্সবাজার সৈকতে গোসলে নেমে মো. আহানাফ (১৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ আহানাফ বগুড়া সদরের শরিফুল ইসলামের ছেলে। কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ আহানাফের পরিবারের লোকজন গতকাল রোববার সকালে কক্সবাজার ভ্রমণে আসেন। তারা এক আত্মীয়ের বাড়িতে উঠেছেন। বিকালে আহানাফসহ তিনজন লাবণী পয়েন্ট সৈকতে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় দুইজনকে উদ্ধার করা হলেও আহানাফ সাগরে তলিয়ে যায়।
মাহবুব আলম জানান, নিখোঁজ পর্যটকের খোঁজে আশপাশের সৈকতে লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ পর্যটকের খোঁজ মেলেনি। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সৈকতে গোসলে নামার পূর্বে জোয়ার-ভাটা সময় দেখা ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্যে পর্যটকদের সর্তক করা হয়। কিন্তু অনেকেই নির্দেশনা না মেনে গোসলে নেমে বিপদের সম্মুখীন হচ্ছেন।
এর আগে গত ৮ ও ৯ জুন গোসলে নেমে বাবা-ছেলেসহ তিন পর্যটক, দুই রোহিঙ্গা কিশোর ও স্থানীয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ৮ জুলাই হিমছড়ি সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাগরে ভেসে যান। তাদের মধ্যে দুজনের লাশ উদ্ধার হলেও অরিত্র হাসান নামের এক শিক্ষার্থীর এখনও খোঁজ মেলেনি। এ নিয়ে চলতি বছর সৈকতে গুপ্তখালে আটকে পড়ে কিংবা সাগরে ভেসে গিয়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।