ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আশুগঞ্জে বিক্ষোভ

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আশুগঞ্জে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাস করে বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ আশুগঞ্জবাসী।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মহাসড়কের আশুগঞ্জ গোল চত্ত্বর এলাকায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে মহাসড়ক অবরোধ করা হয়। ঘণ্টাব্যাপী অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুইপাশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

অবরোধ চলাকালে সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা জামায়াতের আমির শাহজাহান ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি সব সময় অবহেলিত। এই আসনটি নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় এই আসনের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে অর্ন্তভুক্ত করা হয়েছে। যা আমাদের আশুগঞ্জ উপজেলার কারও সংসদ সদস্য হওয়ার স্বপ্নকে মুছে ফেলার ষড়যন্ত্র। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে পুনর্বহালের দাবি জানাই। অন্যথায় রেলপথ, নৌ-পথ ও সড়পথ অবরোধসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। অবরোধ চলাকালে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি সরাইল উপজেলার ৯টি ও আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনটি সদর উপজেলার ১১টি ও বিজয়নগর উপজেলার ১০টি আসন নিয়ে গঠিত ছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনসহ দেশের মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে গত ৩০ জুলাই প্রাথমিক গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

পুনর্বিন্যাসের গেজেটে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়নকে (হরষপুর, চান্দুরা, বুধন্তি ইউনিয়ন) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করা হয়। সীমানা পুনর্বিনাসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে বিজয়নগরবাসী। আপিলে তারা ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সঙ্গে থাকার আরজি জানায়। বিজয়নগরবাসীর আবেদনের প্রেক্ষিতে গত ২৪ জুলাই নির্বাচন কমিশনে আপিল শুনানি হয়।

আপিল শুনানির পর বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নকে পূর্বের অবস্থায় রেখে বাকি দুটি ইউনিয়নকে (চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন) ব্রাহ্মণবাড়িয়া-২ এর (সরাইল-আশুগঞ্জ) সঙ্গে যুক্ত করে গত ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত