
পটুয়াখালীর মির্জাগঞ্জে এক সরকারি শিক্ষকের একটি মাছের ঘেরে শত্রুতাবশত বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাছের ঘেরের মালিক শিক্ষক মো. শুভ। তিনি এনএস আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শখের বশে তিনি বাড়ির পাশে ২০ শতাংশ জমির ওপর মাছের ঘের করেছিলেন। চাকরির পাশাপাশি প্রতিদিন বিদ্যালয় থেকে ফিরে তিনি মাছগুলোর যত্ন নিতেন। পুকুরের মালিক সহকারী শিক্ষক শুভ বলেন, বৈশাখ মাসে নতুন পুকুর খনন করি, বিভিন্ন প্রকার মাছ পুকুরের চাষ করি, আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেল।
তিনি বলেন, ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না। সকালে বাড়ি ফিরে দেখি একে একে মাছগুলো মরে ভেসে উঠছে। দুপুরের আগেই পুকুরের সব মাছ শেষ হয়ে যায়। তেলাপিয়াসহ বিভিন্ন প্রকার মাছ ছিল। আর কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রির উপযোগী হতো। সব মিলিয়ে দেড়লাখ টাকার মাছ ছিল পুকুরে। শুভর মা সাথী বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, এ কেমন শত্রুতা বুঝতে পারছি না। এলাকায় কারও সঙ্গে প্রকাশ্যে আমাদের কোনো শত্রুতা নাই। আমার ছেলে শখ করে ঘের করেছিল। এখন সব শেষ। প্রতিবেশী মাহফুজ আলম সৌরভ জানান, পুকুরের মাছগুলো দেখে মায়া লাগে। রাতে কেউ কীটনাশক প্রয়োগ করেছে। পুকুরে একটি কীটনাশকের বোতলও পাওয়া গেছে। মির্জাগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।