ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি

উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের পাঁচরাস্তা মোড়, স্যার সৈয়দ আহমেদ রোডে হোটেল তাজ ইন এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. গোলাম কিবরিয়া ডাকলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন- সদস্য নজরুল ইসলাম মুকুল, মোকাদ্দেস হোসেন সেলিম, আব্দুল জব্বার সুজন, আবু মনি সাকলাইন এলিন, আকরামুজ্জামান আরিফ, নাজমুল হুসাইন, মিলন খান, নাজমুল ইসলাম, চয়ন আহম্মেদ প্রমুখ।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের অতীত বর্তমান ও সংগঠনের সংকট নিরসনের উপর বক্তব্য রাখেন নজরুল ইসলাম মুকুল, তিনি বলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ২২ জুলাই ২০২৫ তারিখে শেষ হয়ে গেছে। এই বিশেষ সাধারণ সভা থেকে ৩ অথবা ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা এবং আগামী ৪৫ দিনের মধ্যে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নির্বাচনের দিন তারিখ নির্ধারণ, সদস্যদের মাসিক চাঁদা পরিশোধ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ, পূর্বের তালিকা থেকে ভুয়া সদস্যদের নাম যাচাই বাছাই এবং মৃত সদস্যদের নাম বাদ দিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

বিশেষ সাধারণ সভায় উপস্থিত সব সদস্য সংগঠনের বিভিন্ন ধারা উপধারা নিয়ে ব্যাপক আলোচনা শেষে নজরুল ইসলাম মুকুলকে আহ্বায়ক, মোকাদ্দেস হোসেন সেলিম, আবু মনি সাকলাইন এলিন, আকরামুজ্জামান আরিফ ও নাজমুল হুসাইনকে সদস্য করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন। এই কমিটি ৪৫ দিনের মধ্যে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করার সিন্ধান্ত গৃহিত হয়। এই সভায় সর্ব সম্মতিক্রমে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত