ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘ডাকসুর নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে’

‘ডাকসুর নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে’

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮ তম নির্বাচনে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এ নির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখন আর ঘরে বসে থাকার সময় নাই। বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।

এ সময় তিনি আরও বলেন- শ্রমিকরা সব সময় অবহেলিত। শ্রমিকদলের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই। শ্রমিকরা দেশের ও দলের কল্যাণে কাজ করে। মুন্সীগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন ছিলেন শ্রমিক বান্ধব নেতা। সব মহলে ছিল তার গ্রহণযোগ্য। তিনি ছিলেন সত্যিকারের একজন সৎ ব্যাক্তি। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি। আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল স্মরণীয়। শহরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গতকাল বুধবার বিকালে জেলা শ্রমিকদলের আয়োজনে মুন্সীগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপনের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেদী আলী খানের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম, এছাড়ও অ্যাডভোকেট তোতা মিয়া, তপন কাউন্সিলর, জাতীয়তাবাদী শ্রমিকদলের মুন্সীগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নাসিম জেলা বিএনপি নেতা গোলজার হোসেন, গজারিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকারিয়া। সভা সঞ্চালনা করেন শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আওলাদ হোসেন খান। এসময় বিভিন্ন উপজেলা শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত